আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকায় গাঁজাসহ মোস্তফা ওরফে ব্রিটিশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার হকারি ব্যবসার প্রাইভেট কার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি লালমনিরহাট জেলার পাটগ্রাম মির্জার কোট আমির হোসেনের ছেলে ব্রিটিশ।
সোমবার দুপুরে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। থানা সূত্র জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই তিতুমীর আহমেদ নিসার আলী এর সঙ্গীয় ফোর্সের একটি টিম রংপুর রোড পেট্রোল পাম্প এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে
তার প্রাইভেটকারের ব্যাগডালা থেকে ১০ কেজি ওজনের ৮ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। পরে ব্রিটিশকে গ্রেফতার করে প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, প্রাইভেটকারে করে চকলেট ও কারেন্টের বাল্ব বিক্রির আড়ালে সে অভিনব কায়দায় গাঁজার ব্যবসা করছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী থেকে ডালিয়া রোড হয়ে রংপুরের দিকে যাচ্ছিল।