মোহাম্মদ গিয়াস উদ্দিন সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড রোডে গাড়ী ভাড়া নির্ধারণ করা হলেও একটা গাড়ীও মানছে না সে নিয়ম গাড়িতে লাগানো হয়নি ভাড়া নির্ধারণের তালিকাটিও
ভাড়া নির্ধারণের নামে এইসব গুলো বের করে লাভ কি,যদি কার্যকারিতা না হয়।
তদারকি না হয়,মনিটরিং না হয়,প্রশাসনের অভিযান না থাকে।আগে যে ভাড়া ছিল এখন নির্ধারণ করেও সে ভাড়া আছে। ভাড়া নির্ধারণ নামে এসব করে যাত্রী এবং ড্রাইভার, কন্টাকটারের সাথে মারামারি লাগিয়ে দেওয়া হল। সীতাকুণ্ডতে ভাড়া নির্ধারণ হলেও একটা গাড়িতেও নির্ধারণের কাগজটি লাগানো হয়নি। যার ফলে ভাড়া নিচ্ছে ডবল,যাত্রীও নিচ্ছে ডবল। এ যেন গাড়ি ওয়ালাদের আরেক চাঁদাবাজি