Home রংপুর জলঢাকা প্রেসক্লাবের উপর হেলেপড়া গাছটি অপসারণের দাবি

জলঢাকা প্রেসক্লাবের উপর হেলেপড়া গাছটি অপসারণের দাবি

0 0

সি টি জি ট্রিবিউন আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ জলঢাকায় প্রেসক্লাবের উপর ঝড়ে ভেঙ্গে পড়া শতবর্ষের বটগাছটি আজো অপসারণ করা হয়নি। নীলফামারীর জলঢাকা পৌরসভার প্রাণকেন্দ্র থানা মোড় সংলগ্ন জেলা পরিষদের জায়গায় অবস্থিত নির্মানাধীন প্রেসক্লাবের উপর ভেঙ্গে পরা বটগাছটি একাধিকবার অপসারণ দাবি তুলে ধরা হলেও সেদিকে কোন নজর দেননি কর্তৃপক্ষ। ফলে গত কয়েকদিনের টানা ভারীবর্ষণ ও ঝড়ে গাছটি প্রেসক্লাবের উপরে পরে থাকলেও যেন কারো মাথা ব্যথা নেই।

যেকোন মুহুর্তে প্রাণহানির মতো ঘটনা ঘটে
যেতে পারে বলে বিভিন্ন মহল অভিমত জানিয়েছেন। ইতিমধ্যেই জেলা পরিষদ চেয়ারম্যান এর বরাবরে নতুন করে আবারও গাছটি অপসারণের জন্য লিখিতভাবে আবেদন করা হয়েছে প্রেসক্লাবের পক্ষ থেকে।

শতবর্ষের এই বটগাছটি উপরে পরার সপ্তাহ পার হয়ে গেলেও কর্তনের জন্য এখনো উদ্যেগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তরটি। গাছটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মীরা।

NO COMMENTS

Leave a Reply