সি টি জি ট্রিবিউন প্রতিনিধিঃবাবুর্চিদের মানবেতর জীবনযাপন, করোনাকালে চট্টগ্রামে ৪শ’ বাবুর্চি আছে।তাঁদের সঙ্গে ক্যাটাগরির হেলপার আছে প্রায় ২০ হাজার মানুষ এ পেশার উপর নির্ভরশীল।এ লক ডাউনে মানবেতর জীবনযাপন করছে,
নগরীর কাজির দৈড়রী বাবুর্চি সমিতির অফিসে এক সভা অনুষ্ঠিত হয়,এতে বাবুর্চি সমিতির সভাপতি আহমদ উল্লাহ বাবুর্চি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত বাবুর্চি, মোঃ বুলবুল বাবুর্চি, মোঃ রব বাবুর্চি, বাচ্চু বাবুর্চি, সেলিম বাবুর্চি সহ আরো অনেক বাবুর্চি সমিতির কার্যালয়ের উপস্থিত ছিলেন, এসময় বাবুর্চি সমিতির সভাপতি আহমদ উল্লাহ বাবুর্চি সরকারের কাছে অনুরোধ আমাদের সহযোগিতা করার,
আমরা জেলা প্রশাসন বরাবরে সাহায্য জন্য চিঠি দিয়েছি, দোকান পাট অফিস খুললে ও সকল কমিউনিটি সেন্টার গুলো বন্ধ, ঘরোয়া কোনো সামাজিক আয়োজন ও নেই। তাই চার মাস ধরে বন্ধ বাবুর্চিদের কাজ,বিয়ে মেজবানসহ বড়- ছোট সব অনুষ্ঠানে সুস্বাদু রান্না করি।কিন্তু করোনার কালে এখন আমাদের ঘরেই খাবার সংকট।
অনেকেই শহরে বাড়া বাসা ছেড়ে গ্রামে চলে গেছে। অনেকে আবার জীবনের তাগিদে রাস্তায় ফেরি করে চা বিক্রি করছে, অনেকেই তরকারী ও বিক্রি করছো,
তাই আমরা সরকারের নিকট আকুল আবেদন করছি এ শিল্পে কর্মরত সকল বাবুর্চি এবং সহকারীদের আপনি সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়ে বাঁচান