সি টি জি ট্রিবিউন মোহাম্মদ নেজাম উদ্দিনঃ আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় মাস্ক ব্যবহার না করাসহ সরকারি নির্দেশনা অম্যান্য করায় ৭ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
বুধবার উপজেলার চাতরী চৌমহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
এ সময় অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তিকে মোট ১ হাজার ৪০০ টাকা এবং বাজার তদারকিমূলক বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মুল্য তালিকা প্রদর্শন না করায় ৪ জন দোকানীকে ৮০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা কালে আনোয়ারা উপজেলার সহকারি ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, জরিমানা দাতাদের মাস্ক ব্যবহারে বাধ্য করতে পাশের দোকান থেকে তাদের মাস্ক কেনার নির্দেশনা দিয়ে তা বাস্তববায়ন করা হয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি নির্দেশ অমান্য করে দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করে তাদের বিরুদ্ধে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।