Home রংপুর তিস্তায় বন্যাদুর্গতদের মাঝে দি মেসেজ ফাউন্ডেশনের খাবার প্যাকেজ বিতরণ

তিস্তায় বন্যাদুর্গতদের মাঝে দি মেসেজ ফাউন্ডেশনের খাবার প্যাকেজ বিতরণ

0 0

সি টি জি ট্রিবিউন আয়াজ আহমাদ স্টাফ রিপোর্টারঃউত্তরের জেলা নীলফামারীতে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যা কবলিত হয়ে পরে তিস্তা পাড়ের মানুষ। বুধবার জেলার ডালিয়া ছয়ানি এলাকায় এসব বন্যাদুর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে দি মেসেজ ফাউন্ডেশনের উদ্যোগে শুকনো খাবার প্যাকেজ বিতরণ করা হয়।

প্যাকেজ গুলোতে ছিল, ৫কেজি চাল,
১কেজি চিড়া, ১কেজি মুড়ি, ১প্যাকেট চিনি,
২টি পাউরুটি ও ১প্যাকেট করে লবন তাদের হাতে তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ সাইফুল ইসলাম খান মাদানী।

এসময় উপস্থিত ছিলেন, দি মেসেজ নির্বাহী পরিচালক ডাঃ আনোয়ার হোসেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ জলঢাকা উপজেলা আহবায়ক আবেদ আলী,

শিক্ষক নাহিদ পারভেজ পাবেল ও শিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ।

NO COMMENTS

Leave a Reply