চট্টগ্রামে আজ মঙ্গলবার (১৪ জুলাই) ৮৫৬ নমুনা পরীক্ষায় ১৬৭ জনের করোনা পজিটিভ। নগরীতে ৯৬ জন, উপজেলাতে ৭১ জন।
(সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, আনোয়ারার ৫, চন্দনাইশের ১৩, পটিয়ার ৪, বোয়ালখালীর ৫, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১৫, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৭, সন্দ্বীপের ২, মিরসরাইয়ের ২ ও সীতাকুণ্ডের ২ জন )
চট্টগ্রামে মৃত্যুহীন দিন; সুস্থ হয়েছেন ১৭ জন ।
এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৭ জন এবং ১১ হাজার ৭৬৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।