সি টি জি ট্রিবিউন প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সি টি জি ট্রিবিউন অন লাইন নিউজ পর্টাল পরিবার।সি টি জি ট্রিবিউন এর সম্পাদক ও নির্বাহী সম্পাদক রেজা রাব্বি ও আয়াজ আহমাদ এক শোক র্বাতায় বলেন,
মানুষের অধিকার আদায়েই আজীবন সংগ্রাম করে গেছেন এ্যাডভোকেট সাহারা খাতুন,এমপি।তিনি আওয়ামীলীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে ও আইনী সহযোগিতা দিয়ে নিরলস কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো।
সি টি জি ট্রিবিউন পরিবার সম্পাদক মন্ডলি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।