সি টি জি ট্রিবিউন জুন ২০২০ ইং. পাহড়তলী ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বাদ যোহর পাহাড়তলীস্থ ভেলুয়ার দীঘি শাহী জামে মসজিদে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাবের আহমদ সওদাগরের রোগমুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইসলাম খান, আবু তালেব সও. মো. ইদ্রিস, যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু সৈয়দ খান, নিজামুল হক নিজাম, আনিছুর রহমান মামুন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সুমন, রবিউল হক ইকু, সাইফুদ্দিন মানিক, আলী আজম বাবলু, এস এম আবদুল মতিন, জাফর ইকবাল, আলী আজম প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভেলুয়ার দিঘী মসজিদের পেশ ইমাম মাওলানা মোখতার আহমদ। উল্লেখ্য করোনাকালে সরকারি ও নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা নিয়ে এলাকাবাসীর পাশে ছিলেন কাউন্সিলর সাবের আহমদ।
এ থেকেই তিনি করোনা সংক্রমিত হয়ে গত ৫ দিন যাবত নগরীর মাক্স হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন।