দিন কয়েক আগে চীন বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক মুক্ত সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়। আর এ বিষয়টিকে ভারতীয় পত্রিকা আনন্দবাজার ‘খয়রাতি’ বলে আখ্যা দেয়। এজন্য ক্ষমাও চেয়েছে গণমাধ্যমটি। সেই রেশ কাটতে না কাটতেই ফের আগুনে ঘি ঢেলে দিলো আরেকটি ভারতীয় গণমাধ্যম এশিয়ান নিউজ হাব।
তারা বলছে, ভারতকে উপেক্ষা করে চীন থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। তাদের করা প্রতিবেদনের শিরোনামে এমন, ‘ভারতকে উষ্কে দিচ্ছে বাংলাদেশ; চীন থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত’।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপালের পর ভারতের আরেক মিত্র বাংলাদেশ এখন চীনের সঙ্গে আতাত করতে শুরু করেছে। দেশ দুটি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ছে।
আরো বলা হয়, ২০৩০ সালে একটি অত্যাধুনিক সামরিক বাহিনী তৈরি লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ। তারা সেই পরিকল্পনার নাম দিয়েছে ‘ফোর্সেস গোল ২০৩০’। এর আওতায় চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা হবে।