সি টি জি ট্রিবিউন প্রতিনিধিঃপাহাড় খেকোদের নির্মূলে চট্টগ্রামে সীতাকুণ্ড সেলিমপুর বাংলাবাজারে পূর্বে পাহাড়ে নতুন রোড়ে চলছে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। তবে বিভিন্ন সংগঠনের নামে অবরোধ করে বাধা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। এরইমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিন্তু দখলদারকে বাধার কারণে একটি পাহাড় থেকে তারা উচ্ছেদ না করে সরে আসতে বাধ্য হয়েছে।
চট্টগ্রামে প্রভাবশালীরা বছরের পর বছর পাহাড় দখল করে আসছে। দরিদ্র মানুষকে পুঁজি করে তাদের বসবাসের সুযোগ করে দেয়া হয়।
৪২ পাহাড়ে অন্তত ৫০ হাজার মানুষের বসবাস বলে জানা যায়। করোনাকালে প্রশাসন অন্য কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে নানা কৌশলে স্থানীয় প্রভাবশালীরা ইট বালি সিমেন্ট এনে ঘর তুলে দখল করে রেখেছে। এ কারণে স্থানীয়রা এটিকে করোনা বস্তি নামে ডেকে থাকেন।
তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার (২৪ জুন) সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। তারা জানান, যে কোনো উপায়ে দখলদারদের উচ্ছেদ করা হবে।