মোহাম্মদ নেজাম উদ্দিনঃ আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ।
আজ (২২ জুন) সোমবার বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা ও পালস অক্সিমিটার সেবা কার্যক্রম উদ্ধোধন করেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এই সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ সাইফুদ্দীন সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ জানান, চট্টতগ্রামে অক্সিজেন সংকটের কারণে শ্বাস নিতে না পেরে দিন দিন মানুষ মরে যাওয়ার ঘটনা ঘটছে। করোনা আক্রান্ত রোগীদের হাহাকারে ভারী হয়ে উঠেছে চট্টগ্রামের আকাশ বাতাস।
এমনই অবস্থায় ভূমিমন্ত্রীর নিদের্শনায় করোনা সংকটে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে অক্সিজেন ও পালস অক্সিমিটার সেবা দিবে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ।
সার্বিক ও আর্থিক সহযোগিতা করায় কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী,
উপজেলা যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।