Home করোনা সর্বশেষ করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ রোববার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

কিংবদন্তি এই রবীন্দ্র সংগীতশিল্পী বলেন, প্রায় ১২ দিন আগে তার দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে তিনি বলেন, সবার দোয়ায় এখনও ভালো আছি। আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো নমুনা টেস্ট করানো হবে। এবার রেজাল্ট নেগেটিভ আসবে বলে আশা করছি।

এ সময় দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান বরেণ্য এই সংগীতশিল্পী।

উল্লেখ্য, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন ৬৩ বছর বয়সী সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

NO COMMENTS

Leave a Reply