Home সারাদেশ না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন

না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন

0 85

চাঁদপুরের লেখক, গবেষক, মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী দেলোয়ার হোসেন মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) ভোরে চাঁদপুর শহরের নিজ বাড়িতেই মারা যান তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক নানা রোগে ভুগছিলেন দেলোয়ার হোসেন। ভোরে অসুস্থবোধ করেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

প্রকৌশলী দেলোয়ার হোসেনের স্বজন ডা. রফিকুল ইসলাম ফয়সাল জানান, খুব সম্ভবত হার্ট কার্ডিয়াক অ্যাটাকে মারা যান তিনি।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন প্রকৌশলী দেলোয়ার হোসেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন তিনি।

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার অলীপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের সময় সম্মুখসারীর যোদ্ধা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। চাঁদপুরে মুক্তিফৌজ ফাউন্ডেশন প্রতিষ্ঠাও করেন তিনি।

NO COMMENTS

Leave a Reply