হঠাৎ ম্যাচে ড্রোনের হানা!
- আপডেট সময় : ০৮:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ৫০১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল অ্যাস্টন ভিলাকে আতিথেয়তা দিয়েছে নাথান জোন্সের দল সাউদ্যাম্পটন। সেন্ট ম্যারিস স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে কিছুক্ষণের জন্য সবার চোখ আটকে যায় ভিন্ন একটি ঘটনা দেখে। এজন্য ম্যাচে বিঘ্ন ঘটে।
ম্যাচের ৪২তম মিনিটের কথা। হঠাৎ সেন্ট ম্যারিস স্টেডিয়ামে একটি ড্রোন অবতরণ করে। যদিও এটাতে ক্ষতিকারণ কিছু ছিল না। তারপরও সতর্কতার জন্য ম্যাচটি বন্ধ করে দেন রেফারি মাইকেল সালিসবারি। দুই দলের খেলোয়াড়দের স্টেডিয়ামের সুড়ঙ্গের দিকে যাওয়ার নির্দেশ দেন। রেফারির নির্দেশ মেনে সুড়ঙ্গে চলে যান খেলোয়াড়রা।
১০ মিনিট পর সালিসবারির নির্দেশে ফের দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন। এরপর ম্যাচ শুরু হয়। ততক্ষণে ড্রোনটা সেখান থেকে বিদায় নিয়েছে। তবে হঠাৎ মাঠে এই বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের আগমনে কিছুক্ষণের জন্য আতঙ্কে পড়ে গিয়েছিলেন খেলোয়াড়, দর্শক, কোচিং স্টাফ থেকে শুরু করে উপস্থিত সবাই। শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটায় ভয় কেটে যেতেও বেশি সময় লাগেনি।