সিআরবি হতে চুরি হওয়া চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার-০১
- আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ৫০০ বার পড়া হয়েছে
সিআরবি হতে চুরি হওয়া চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার-০১
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড়ের ডান পাশে রেলওয়ে মহা ব্যবস্থাপক কার্যালয় উঠার মুখে রাস্তার উপর থেকে ১২/০৫/২০২২ দুপুর অনুমান ১২.০০ টা হতে দুপুর অনুমান ১২.;১৫ টার সময অজ্ঞাতনামা চোর বা চোরেরা ০১টি নীল রংয়ের ইয়ামাহা ফেজার-১৫৩ সিসি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পরে বাদী থানায় অভিযোগ দায়ের করলে কোতোয়ালী থানার মামলা রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান চৌধুরী ঘটনাস্থল সহ আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে
এবং বিশ্বস্থ সূত্রে খোঁজখবর নিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৯/০৫/২০২২ তারিখ ০৩.১০ টার সময় কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ আমানত শাহ মাজার গলির সামনে হতে আসামী আবিদুল হক বাবু (২২) কে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ সহ মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। উপস্থিত লোকজনদের সম্মুখে চোরাইকৃত ০১টি নীল রংয়ের ইয়ামাহা ফেজার-১৫৩ সিসি মোটর সাইকেল ইং ১৯/০৫/২০২২ তারিখ ০৩.২৫ টার সময় উদ্ধারপূর্বক জব্দ করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে চট্টগ্রাম মহানগরী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করেছে মর্মে স্বীকার করে।
চোরাইকৃত আরো মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত আছে। আসামীকে ০৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আসামী আবিদুল হক বাবু (২২) এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর এর ডবলমুরিং ও সদরঘাট থানায় অস্ত্র আইনে ০২টি ও ০১টি মোটরসাইকেল চুরির মামলা আছে।