বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়
- আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ৫০০ বার পড়া হয়েছে
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়
সিটিজি ট্রিবিউন, নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশ কিছু ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগানো হয়।
গত ১৭ সেপ্টেম্বর শনিবার সিএমপি দামপাড়া পুলিশ লাইনে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউঠের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন, বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার।
এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।