পাঠানটুলী ওয়ার্ডে আ. জ.ম নাছিরের পক্ষে ইফতার বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ৫০০ বার পড়া হয়েছে
পাঠানটুলী ওয়ার্ডে আ. জ.ম নাছিরের পক্ষে ইফতার বিতরণ
সিটিজিট্রিবিউন, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের- সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের পক্ষে থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ডবলমুরিং থানা ছাত্রলীগ নেতা সালেহ মোহাম্মদ জাফর শাকিল এর ব্যবস্থাপনায় ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড মোগলটুলি মাতাব্বর মসজিদের সামনে ইফতার বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা জুয়েল, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী, সাফায়েত খান, কাফিল উদ্দিন রিফাত, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড ছাত্রলীগ নেতা তুহিন, রাবিত, সানজিদ, সায়েল, সম্রাট প্রমুখ।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]