টেকনাফে ৫ কোটি ৩৭ লক্ষ টাকার ১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১০,০০০ পিস ইয়াবা জব্দ(২ বিজিবি)
- আপডেট সময় : ০৮:২১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ৫৪৭ বার পড়া হয়েছে
টেকনাফে ৫ কোটি ৩৭ লক্ষ টাকার ১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১০,০০০ পিস ইয়াবা জব্দ(২ বিজিবি)
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম তারিখঃ ১৯ মার্চ ২০২২
টেকনাফে ১৯ মার্চ ২০২২ তারিখ রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে খুরের দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার
অধিনায়ক,টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানান
উক্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহলদল তাৎক্ষনিকভাবে বর্ণিত এলাকায় গমণ করতঃ কেওড়া জঙ্গলে গোপনে অবস্থান গ্রহণ করে।
টহলদল আনুমানিক রাত ০৩;২৫ মিনিটে দুইজন ব্যক্তিকে মিয়ানমার হতে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।
চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন চোরাকারবারীদের থামানোর চেষ্টা করে। চোরাকারবারীগণ ভীতসন্ত্রস্ত হয়ে নৌকা হতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি আটক করে। আটককৃত নৌকাটিতে তল্লাশী অভিযান পরিচালনা করে নৌকার ভিতর হতে ৫,০৭,০০,০০০/- (পাঁচ কোটি সাত লক্ষ) টাকার ১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকার ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
চোরাকারবারীদেরকে আটকের এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ভোর ০৫;০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদেরকে আটকের নিমিত্তে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।