চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৮:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিটিজি ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক ;
চট্টগ্রামে কনকনে শীত। ভীষণ কষ্টে দিন অতিবাহিত করছেন নিম্ন আয়ের মানুষগুলো। তাদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে যুবলীগ নেতা ফারুক চৌধুরী
ও যুব মহিলা লীগ নেত্রী সুমাইয়া তুর নুর বৃষ্টি ।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে তাঁরা নিজ উদ্যোগে রাস্তার পাশে থাকা ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করতে দেখা যায়। তাঁরা চট্রগ্রামের বিভিন্ন স্থানে রিকশা নিয়ে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করছে।
কম্বল বিতরণ কালে যুবলীগ নেতা ফারুক চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভূতি। নিজের সীমাবদ্ধতার জন্য খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি না।
যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ভবিষ্যতে চট্রগ্রামের সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো বলে আশাবাদী।
এদিকে যুব মহিলা লীগ নেত্রী সুমাইয়া তুর নুর বৃষ্টি বলেন, শহরের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা।
সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে শীতের কষ্ট লাঘবে যতটা সম্ভব এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।