উখিয়ার থাইংখালী এলাকায় হতে ৩০,০০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৯৩,৫০০ টাকা উদ্ধারসহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার।র্যাব-১৫,
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম কক্সবাজার;
অদ্য ২৩/১২/২০২১ আনুমানিক ০৫.০০ টায় র্যাব-১৫,এর আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ থাইংখালী ব্রীজের পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালে আসামী জোবাইর ( ২২ ) ( রোহিঙ্গা ) ’কে পলায়ণের চেষ্টাকালে ধৃত করে এবং তার সহযোগী একই এলাকার সামসু আলম ( ৫৭ ) পালিয়ে যায় । উক্ত সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করা হলে ৩০,০০০ ( ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৯৩,৫০০ / – পাওয়া যায় ।
আটককৃত ও পলাতক আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে । গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।