২০২১ সালে ১৫,৬৮৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও বিপুল পরিমান বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করেছে র্যাব
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
মাদকাসক্তি দেশের তরুণ সম্প্রদায় তথা ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি স্বরুপ । মাদককে সকল অপরাধের মা বলা হয় । মাদক যেখানে রয়েছে সেখানে অবৈধ অস্ত্র , চোরাচালান , নারী পাচার , ছিনতাই , চুরি – ডাকাতিসহ অন্যান্য অপরাধের উপস্থিতি লক্ষ করা যায় । ইয়াবা , ফেন্সিডিল , গাঁজা , হেরোইনের পাশাপাশি বর্তমানে আইস , এলএসডিসহ নতুন কিছু মাদকের প্রচলন দেখা যায় । মাননীয় প্রধানমন্ত্রীর “ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ” নীতির আলোকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‘ চলো যাই যুদ্ধে , মাদকের বিরুদ্ধে ” এই স্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখছে ।
প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি র্যাব মাদক বিরোধী অভিযানে ১,৪৯,২৫২ জন মাদক ব্যবসায়ী ও মাদক অপরাধীদের গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২৮৬,২৭৪,১৯,৪৬৮ টাকা ।
উদ্ধার করা হয় ৬,৬২,৫২,৭০০ পিস ইয়াবা , ৭৮২.৬৫৫ কেজি হিরোইন , ৩৭,৩১,৪১৮ বোতল ফেন্সিডিল , ২,১৫,৩৯১ বোতল বিদেশী মদ , ৭৩,২৫,৫৪৪ লিটার চোলাই মদ , ১,৩৪,৭১১ কেজি গাঁজা , ৬,০৮,৫৫৯ বোতল বিয়ার , ১৭৩ কেজি আফিম , ৪,৬৩,২৪৮ পিস নেশা জাতীয় ইনজেকশন , ৯০,২৩,৮০০ পিস ড্রাগ ট্যাবলেটসহ অন্যান্য মাদক দ্রব্য ।
মাননীয় প্রধানমন্ত্রী র্যাবের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ০৩ মে ২০১৮ তারিখে মাদক নির্মূলে জিরো টলারেন্স জোরদারসহ মাদকের বিরুদ্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন । উক্ত নিদের্শনার প্রেক্ষিতে গত ০৩ মে ২০১৮ হতে অদ্যাবধি র্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৫৪,৯৬৯ জন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব
এসব অভিযানে উদ্ধার করা হয় ৩৮,৬৯৫,৪১৮ পিস ইয়াবা , ২৮৩ কেজি হিরোইন , ৬,০৯,৬২২ বোতল ফেন্সিডিল , ৪৪,২৫৩ বোতল বিদেশী মদ , ২৬,৯৪,৮৭৪ লিটার চোলাই মদ , ৭২,৪৬৮ কেজি গাঁজা , ২,১০,৬০২ বোতল বিয়ার , ১০৪ কেজি আফিম , ৭৫,৮৫৭ পিস নেশা জাতীয় ইনজেকশন , ৬,৪০,০১৯ পিস ড্রাগ ট্যাবলেটসহ অন্যান্য মাদক দ্রব্য ।
এরই ধারাবাহিকতায় র্যাব ,২০২১ সালে সারাদেশে ৮,৪৯১ টি অভিযান পরিচালনা করে ১৫,৬৮৫ জন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব । এসব অভিযানে উদ্ধার করা হয় ১,৪৯,২৫,৩০৪ পিস ইয়াবা , ১৪৩.৫৭৬ কেজি হিরোইন , ১,৪৯,৬৪৩ বোতল ফেন্সিডিল , ২২,৫৩৪ বোতল বিদেশী মদ , ৩২,৮৮,২৭,৩৬৯ লিটার চোলাই মদ , ৩৫,৯৬৮.৩৭২ কেজি গাঁজা , ৮২,০১৮ বোতল বিয়ার , ৬৬.৬৭৬ কেজি আফিম , ৭২ পিস নেশা জাতীয় ইনজেকশন , ১৩৩ পিস ড্রাগ ট্যাবলেটসহ অন্যান্য মাদক দ্রব্য ।
ইয়াবা , ফেন্সিডিল , গাঁজা , হেরোইনের পাশাপাশি বর্তমানে আইস , এলএসডিসহ নতুন কিছু মাদকের প্রচলন দেখা যায় । বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত মাদক হলো আইস বা ক্রিস্টাল মেথ ।র্যাব ,ইতোমধ্যে ১৮.৬১০ কেজি আইস উদ্ধার করে । ক্রিস্টাল মেথ বা আইসে ইয়াবার মূল উপাদানে এমফিটামিন এর পরিমান অনেক বেশী থাকে ।তাই মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুন ক্ষতিসাধন করে এই আইস ।
এটি সেবনের ফলে অনিদ্রা , অতি উত্তেজনা , স্মৃতিভ্রম , মস্তিস্ক বিকৃতি , স্ট্রোক , হৃদরোগ , কিডনি ও লিভার জটিলতা এবং মানসিক অবসাদ ও বিষন্নতার ফলে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায় । শারিরীক ও মানসিক উভয় ক্ষেত্রে এটির নেতিবাচক প্রভাব রয়েছে । এই মাদকের প্রচলনের ফলে তরুণ – তরুণীদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে এবং অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয় । এই মাদকে আসক্ত হয়ে মাদকাসক্তরা নানা অপরাধে জড়িত হয়ে পড়ছে ।
১। বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানাধীন সদর ইউনিয়নের উত্তর পালং পাড়া এলাকায় গত ০১ অক্টোবর ২০২১ তারিখ ০৫০০ ঘটিকায় র্যাব ৭ এর অভিযানে ৪,৯৫,০০০ ( চার লক্ষ পঁচানব্বই হাজার ) পিস ইয়াবাসহ ২ জন আসামী গ্রেফতার । এছাড়াও গত ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ কক্সবাজারের বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন এলাকা হতে ৬,০০,০০০ ( ছয় লক্ষ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয় ।
২।র্যাব অভিযানে ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকায় গত ২২ অক্টোবর ২০২১ তারিখ ৭৯২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন আসামী গ্রেফতারের অভিযান অন্যতম ।
৩।র্যাবের অভিযানে গত ০৬ মার্চ ২০২১ তারিখে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকা টু রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপনের মাধ্যমে ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
৪।র্যাবের অভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৫ নং বাসুদেব এলাকায় গত ১০ অক্টোবর ২০২১ তারিখ ১.৯৭০ কেজি হেরোইনসহ ০১ জন আসামী গ্রেফতারের অভিযান অন্যতম ।
৫। র্যাবের অভিযানে রাজধানীর শাহবাগ এলাকা হতে গত ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ হোটেল পিকক লিঃ বার এর কর্মচারীদের বসবাসের চতুর্থ তলার শোয়ার রুম থেকে বিভিন্ন ধরণের ২৪৯৬ ক্যান বিদেশী বিয়ার , ১৪১৬ ক্যান দেশী বিয়ার , ১১৫ বোতল বিদেশী মদ এবং ১৪২৮ বোতল দেশী মদসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
৬। র্যাবের অভিযানে বান্দরবান পৌরসভা এলাকায় গত ১৭ অক্টোবর ২০২১ তারিখ র্যাব -৭ এর অভিযানে ৩.৭ কেজি আফিম উদ্ধার অভিযান অন্যতম । র্যাবের অভিযানে রাজধানীর হাতিরঝিল এলাকা হতে ০২ জন যুবক’কে গ্রেফতার করা হয় ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বর্তমান সময়ের আলোচিত মাদক ম্যাজিক মাশরুম এর ০৫ টি বারে ১২০ টি স্লাইস এবং ০২ বোতল বিদেশী মদ । প্রতিটি বারে ম্যাজিক মাশরুম বা Psilocybin এর পরিমান ২৫০০ এমজি ।
৭।র্যাবের অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থেকে অবৈধ মাদক আইস ( ক্রিস্টাল মেথ ) এর সর্ববৃহৎ চালান ০৫ কেজি আইস , বিদেশী অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেট এর অন্যতম হোতা মোঃ হোছেন খোকন ও তার ০১ সহযোগীকে গ্রেফতার।
র্যাব ,মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি জনসম্পৃক্ততা ও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করে ।
ইতোমধ্যে র্যাব , মাদক বিরোধী লিফলেট ও স্টিকার বিতরণ অনলাইন,এবং দৈনিক পত্রিকায় মাদক বিরোধী বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ ইলেক্ট্রনিক মিডিয়াতে র্যাব , কর্তৃক নির্মিত মাদক বিরোধী জনসচেতনতামূলক “ চলো যাই যুদ্ধে , মাদকের বিরুদ্ধে ” TVC প্রচার করে আসছে ।
মাদকের বিরুদ্ধে র্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে ।