১২ অক্টোবরে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে নাট্যাধার প্রযোজনা “শিখন্ডীকথা”র ৭৯তম মঞ্চায়ন
নিজস্ব প্রতিবেদক :দেশের অন্যতম তরুণ নাট্যকার আনন জামানের ৪৫তম জয়ন্তী উৎসব উপলক্ষে গ্রুপ থিয়েটার নাট্যাধার আগামী ১২ অক্টোবর, বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে আয়োজন করেছে নাট্যকার আনন জামানের জন্ম জয়ন্তী উৎসব। উৎসবে থাকছে আয়োজক দল নাট্যাধার প্রযোজিত মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত “শিখণ্ডীকথা” প্রর্দশনী ও নাট্যকারের রচনা বিষয়ক আলাপন।
নাটকটি আনন জামানের উল্লেখযোগ্য রচনা,যা ইতোমধ্যে চট্টগ্রামের মঞ্চ নাটকের দল নাট্যাধার ছাড়াও ঢাকার মহাকাল নাট্যসম্প্রদায়, বরগুনা থিয়েটার, রংপুর নাট্যকেন্দ্র, পাবনা ৭৭, সিলেট দিক নাট্যদল নিয়মিত মঞ্চায়ন করছে। এ নাটকের
মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিজড়াদের ভোটাধিকার, তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি, ভাতাসহ যেসব
সুযোগ সুবিধা দিয়েছে তা ফুটিয়ে তোলার চেষ্টা করা সহ সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

এছাড়াও আনন জামানের উল্লেযোগ্য মঞ্চনাটক অহম তমসায়,নিশিমন বির্সজন,শ্রাবণ ট্রাজেডী,নীলাখ্যান,সিক্রেট অব
হিস্টি,জুঁইমালার সইমালা,রাইকথকতা,লৌকিক অথবা একটি অলৌলিক স্টীমার। উল্লেখযোগ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বিয়ের লগ্ন,শিখণ্ডীকথা,রেডিও,পাখিদের কোন সীমান্ত নেই,কালোগোলাপ,রাত্রির খামোখা খেয়াল,আব্বাস মিয়া ওশাদাপরীর গল্প,আয়েশা তার রচিত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক। মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র দামপাড়া।
সুফিয়াফুল মঞ্চ, হাকিম আলী গায়েন মঞ্চ নির্মাণ তার উল্লেখযোগ্য সৃজনশীল স্থাপনা।
অনুষ্ঠানের দিন সন্ধ্যা ৬টায় নাট্যকারের জয়ন্তীতে শুভেচ্ছা আলাপন এবং সন্ধ্যা ৭টায় হিজড়া জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার সাতকাহন নিয়ে আনন জামান রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত “শিখণ্ডীকথা” নাটকের ৭৯ তম প্রদর্শনী মঞ্চস্থ হবে।
জয়ন্তী আলাপন পর্বে নাট্যকার আনন জামান এর উপস্থিতিতে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখবেন নাট্যকার প্রদীপ দেওয়ানজী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।“ আনন জামানের নাটক : বিষয় ও চরিত্রায়ন” শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারজানা আফরীন
রুপা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে নাদিরা সুলতানা হেলেন,বাহাউদ্দীন মিরন, মান্না জাকির তমাল,মোস্তফা কামাল যাত্রা,সুপ্রিয়া চৌধুরী, আশিক আরেফিন, মোহাম্মদ রাসেল,মুক্তা বিশ্বাস,পাপিয়া দাশ জয়া,শ্রী রুবেল চৌধুরী, রুপা আক্তার, মো:রায়হান সাদেক,কাসিফ মাহমুদ,আসিফ শুভ, হারুন বাবু প্রমুখ।

নাটকটির সুর ও সংগীতে জামাল হোসাইন মঞ্জু,আবহে জান্নাতুল পিংকী,আলোসজ্জায় মুরাদ হাসান,পোশাকে হারুন অর রশীদ, দ্রব্য সম্ভারে মোঃ সুলতান,মঞ্চ সজ্জা মোস্তফা কামাল যাত্রা,প্রদর্শনী ব্যবস্থাপক নজরুল ইসলাম তুহিন, রুপসজ্জা শাহীন চৌধুরী, প্রযোজনা অধিকর্তা-জসীম উদ্দীন আহমেদ।

“সৃষ্টি হোক সচেতন মানুষ“এই স্লোগান নিয়ে ২০০৫ সালে চট্টগ্রামে গঠিত হয়েছিল গ্রুপ থিয়েটার ‘নাট্যাধার‘।
সংগঠনের প্রথম প্রযোজনা ছিল এই নাটকটি।
বিগত ১৮ বছরে নাটকটির ৭৮ টি সফল প্রদর্শনী সম্পন্ন করেছে তারা। আগামী ১২ অক্টোবর ৭৯ তম এবং ৩০ অক্টোবর ৮০ তম প্রদর্শনী মঞ্চস্থ হবে এবং দর্শকদের সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন নাট্যাধার সমন্বয়ক মাশরুজ্জামান মুকুট।