সুনাগরকি হিসেবে নিজেকে গড়তে সঠিক ইতিহাস জানতে হবে,আবুল খায়রে সিদ্দিকী আর্দশ বালকিা উচ্চ বদ্যিালয়ে- এম এ সালাম
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, শিশিক্ষার্থীদের সুনাগরকি হিসেবে গড়ে উঠতে হলে সঠিক ইতহিাস জানতে হবে যে জাতি ইতহিাস জানে না, সে জাতরি ভবষ্যিৎ বড়ই অন্ধকার ।
তিনি আরো বলনে, শিশিক্ষার্থীদের প্রকৃত দশেপ্রমেকি হতে হলে, দশেরে কল্যাণে কাজ করতে হলে ইতিহাস চর্চায় লাইব্রেরী এক অনন্য জ্ঞান ভান্ডার।
হাটহাজারীর পূর্ব শিকারপুরে অবস্থিত আবুল খায়রে সদ্দিকিী আর্দশ বালকিা উচ্চ বদ্যিালয়ে হৃদয়ে বঙ্গবন্ধু জ্ঞান বিকাশে পাঠাগার নামক বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্ন রানী চক্রবর্তীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ আবু মুসা খান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাকরি হোসনে মম্বোর, জাহাঙ্গীর আলম মম্বোর, হোসনে আরা বগেম এবং পরিচালনা পরিষদের সদস্য সাইফুল আলম, সলেমি খাঁন, মোহাম্মদ ফোরকান উদ্দনি, জাহাঙ্গীর আলম প্রমুখ।