সিটিজিট্রিবিউনের নির্বাহী সম্পাদক আয়াজ আহমেদ সানি’র মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :অনলাইন নিউজ পোর্টাল সিটিজিট্রিবিউন এর নির্বাহী সম্পাদক,দৈনিক করতোয়ার স্পেশাল করেসপন্ডেন্ট আয়াজ সানির মা নাহিদা পারভীন আর নেই।
রাজধানী ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আজ সকালে তার মৃত্যু হয়।
দীর্ঘদিন তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।সর্বশেষ কিডনী ডায়ালাইসিস করতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে থাকাকালীন আজ ৯নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১,৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক আয়াজ আহমেদ সানি’র শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর শোকাভিভূত তার পরিবার আত্মীয়-স্বজন। প্রিয় সহকর্মীর মায়ের শোক-সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক মহল।
মরহুমার নামাজে জানাযা আজ বাদ এশা চট্টগ্রাম নগরীর শেরশাহ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
জানাযায় সকলে শরীক হয়ে মরহুমার আত্নার মাগফেরাত কামনা করার অনুরোধ জানিয়েছেন তার সন্তান আয়াজ সানি ও তার পরিবারবর্গ।