সন্তু লারমাকে আজীবন নিষিদ্ধ ঘোষনা, কুশপুত্তলিকা পুড়লো পিসিএনপি
সিটিজি ট্রিবিউন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ আজিজ উল্লাহ।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল এর কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) কে বান্দরবান জেলায় প্রবেশে আজীবনের জন্য নিষিদ্ধ করে তার কুশপুত্তলিকা পুড়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মঙ্গল (৮ ফেব্রুয়ারি ) সকালে বান্দরবানের লামা উপজেলা ও বিকেলে আলীকদম উপজেলায় সেনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান এই ঘোষনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারী সন্তু লারমার গাড়ি থেকে জাতীয় পতাকা নামিয়ে তাকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করলে আজীবন সন্তু লারমাকে বান্দরবান জেলায় প্রবেশ করতে দেয়া হবেনা।তাকে বান্দরবানে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো।
তিনি আরও বলেন,পার্বত্য এলাকায় সেনা ও পুলিশ ক্যাম্প বৃদ্ধি ও পুন:স্থাপন সহ সেনাবাহিনী, পুলিশ,বিজিবি, র্যাব কে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি ও উন্নত সরঞ্জাম প্রদান করে আরও শক্তিশালী করতে হবে,পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ দপ্তর সমূহে সেনা কর্মকর্তা নিয়োগ দিতে হবে,শিক্ষা,চাকুরী সহ সকলক্ষেত্রে বৈষম্যহীন বন্টন ও নিয়োগ নিশ্চিত করতে হবে।আঞ্চলিক পরিষদ কর্তৃক পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর তত্বাবধানের সদ্য জারিকৃত প্রজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
এছাড়াও পার্বত্য অঞ্চলের বিরুদ্ধে সন্তু লারমাসহ যারা ষড়যন্ত্র করছে,তাদের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দেশ রক্ষায় প্রয়োজনে এই এলাকায় আরেকটি মুক্তিযুদ্ধ রচনা করতে সদা প্রস্তুত।প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা সন্তুলারমার কুশপুত্তলিকা পুড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পিসিএনপি জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,পিসিএনপি জেলা সহ সভাপতি রুহুল আমিন, জেলা তথ্য ও প্রচার সম্পাদক কাজী ইকবাল মাহমুদ,জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জালাল,পৌর সভাপতি সামছুল ইসলাম সামু, ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান আখন্দ, আসিফ ইকবাল, লামা উপজেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ,মহিলা নেত্রী শিরিন আক্তার, পিসিএনপি নেতা ফারুক হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২ ফেব্রুয়ারি বান্দরবান রুমা উপজেলার বথি ত্রিপুরা পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর জেএসএস সশস্ত্র সন্ত্রাসীরা গুলিবর্ষন করে।এতে গুলিবিদ্ধ হয়ে একজন সেনা সদস্য নিহত ও এক জন আহত হয়।উক্ত হত্যার প্রতিবাদে প্রতিবাদ ও আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে বান্দরবান।আজ বান্দরবানে দুইটি কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিব এইসব হুঁশিয়ারী দেন।