সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমেছে —ত্রাণ প্রতিমন্ত্রী
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ঢাকা,১ সেপ্টেম্বর ২০২২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হচ্ছে এবং দেশ এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে।
পাশাপাশি দেশে দরিদ্র জনগোষ্ঠীর বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন পূর্বের যেকোনো সময়ের চেয়ে কমে গেছে।
প্রতিমন্ত্রী আজ হাজারিবাগ এলাকার বটতলা বাজার সংলগ্ন বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় জনসাধারণের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন ।
ঢাকার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন । এসময়ে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ২০ কেজি, ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবন ২ কেজি, চিনি ২ কেজি ।
এছাড়া আরো রয়েছে পর্যাপ্ত পরিমাণ হলুদের গুরা, মরিচের গুরা এবং ধনিয়ার গুরা ।