শোকাবহ আগস্ট: মাদ্রাসায় খাবার বিতরণ করলেন যুবলীগ নেতা সোহেল
সিটিজি ট্রিবিউন, নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, মাদ্রাসার ছাত্র ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে বারাইপাড়া এলাকার মসজিদ প্রাঙ্গণে চান্দগাঁও থানা যুবলীগের সংগঠক সোহেল এর পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র ও দোস্ত মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আল হাসান, সাব্বির হোসাইন সাকিব, মেহেদী হাসান, হৃদয়, শাকিল, মহিউদ্দিন, সুজন, অন্তর, তানভীর প্রমূখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে মাদ্রাসার ছাত্র ও তিন শতাধিক দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে রান্না খাবার বিতরণ করেন।
খাবার বিতরণ শেষে যুবলীগ নেতা সোহেল বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত সহ মাদ্রাসায় ছাত্র ও দোস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
তিনি বলেন, কিছু কুচক্রী মহল আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি আগেও সাধারণ মানুষের পাশে ছিলাম এখনও আছি। আর আজীবন সাধারণ মানুষের পাশে থেকে বাঁচতে চাই।