শাহিদ-মীরার জীবনে সূর্যকিরণ, ছ’বছরে পা দিল একরত্তি
মিশা
সিটিজিট্রিবিউন: শুক্রবার ছ’বছর পূর্ণ করল শাহিদ এবং মীরা কপূরের কন্যা মিশা। সেই উপলক্ষে শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন গর্বিত মীরা।
মেয়ের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেয়ে, তুমি আমাদের জীবনের সূর্যালোক! শুভ ছ’বছরের জন্মদিন। তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো! তোমার হৃদয় খাঁটি। তোমার মা হতে পেরে আমি গর্বিত।’
মিশার জন্য একটি রংচঙে জন্মদিনের পার্টিরও আয়োজন করেছিলেন তার বাবা-মা। সেখানে কুণাল খেমুর মেয়ে ইনায়া নাউমি খেমু, কর্ণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহি, রিতেশ দেশমুখের ছেলেরা-সহ আরও অনেক তারকা-সন্তানদের কিচিরমিচির শোনা গিয়েছে। হইহই করে কেটেছে সারা দিন।
২০১৫ সাল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মীরা আর শাহিদ। তার এক বছর পর জন্ম হয়েছিল মিশার। ২০১৮ সালে জন্ম হয় মিশার ভাই জৈনের। শাহিদকে আগামী দিনে ‘ব্লাডি ড্যাডি’ এবং ওয়েব শো ‘ফরজি’-তে দেখা যাবে।।প্রতিবেদন:কেইউকে।