রোয়াংছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ০৫জুলাই ২০২২
বান্দরবানে ০৫জুলাই ২০২২ বান্দরবানের রোয়াংছড়িতে ২৪পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেড এর তত্নাবধানে সেনাবাহিনীর ৭ফিল্ড এম্বুলেন্স, বান্দরবান এর উদ্দোগে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পেইন এ ২৮০জন নারী, পুরুষ ও ছোট বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। গত পাচ দশকের বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দূর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এসকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন ।
মেডিকেল ক্যাম্পেইন, ত্রান বিতরণ, আর্থিক অনুদান সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও, পাহাড়ে উন্নয়ন মূলক যেকোন কর্মকান্ডে সেনাবাহিনীর অবদান অপরিসীম।
ভবিষ্যতেও পাহাড়ের সুবধা বঞ্চিত এসব মানুষদের জন্যে ৬৯পদাতিক ব্রিগেড এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।