রাজধানীর বাড্ডা হতে বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১,
আয়াজ সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
অদ্য ১২ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১০;৩০ ঘটিকায় র্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি,ঢাকা’র বাড্ডা থানাধীন সাতারকুল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
নোমান আহমদ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অধিনায়কের পক্ষে জানান.
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি, ঢাকা’র বাড্ডা থানাধীন সাতারকুল রোডস্থ পশ্চিম পদরদিয়া রহমতউল্ল্যাহ গার্মেন্টস সংলগ্ন দয়াল মা বিরানী হাউজের সামনে
অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহিদ হাসান (২৬),ও ২) মোঃ আসলাম মিয়া (৩১),কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ০৫ বোতল বিদেশী মদ ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।