রাঙামাটিতে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করলেন আইনমন্ত্রী
সিটিজি ট্রিবিউন রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এ উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়ালী
প্রধান অতিথি হিসেবে নব নির্মিত রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন’র উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মান প্রকল্পের প্রধান সমন্বয়ক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক, রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মোঃ মোকতার আহমদ প্রমূখ।
উল্লেখ্য রাঙামাটি জেলা গণপূর্ত বিভাগ প্রায় ২০ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান কাজ সমাপ্ত করেন।
এই ভবনটি রাঙামাটি জেলায় বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ মান ও নান্দনিকতার পরশে নির্মিত ভবন গুলোর মধ্যে অন্যতম।