রংপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিট করে হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন আসামী গ্রেফতার।র্যাব -১৩
সিটিজি ট্রিবিউন রংপুর;
গত ১৯ জানুয়ারি ২০২২ তারিখে রংপুর জেলার তাজাহাট থানা এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের জন্য মারপিট করে হত্যা করে । বিষয়টি সংবাদ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে । এ বিষয়ে ভিকটিম এর বাবা বাদী হয়ে রংপুর জেলার তাজাহাট থানায় একটি মামলা করেন এবং র্যাব -১৩,রংপুর একটি চৌকস আভিযানিক দল মামলাটি নিয়ে ছায়াতদন্ত শুরু করে ।
গত ২৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকালে র্যাব -১৩ , রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন নর্থ বেঙ্গল বছিরটারী এলাকা হতে উপরোক্ত হত্যা মামলার এজাহারনামীয় ০২ নং আসামী মোছাঃ মোর্শেদা বেগম ( ৪৫ ) এবং ০৩ নং আসামী মোঃ আতাউর রহমান আতোয়ার ( ৫৫ ) উভয় জেলা – রংপুরদ্বয়’কে গ্রেফতার করে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে , গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত হত্যা সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে । তাদের সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে ।
উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর, অন্যান্য এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের কার্যক্রম চলমান রয়েছে ।