রংপুরের মাহিগঞ্জে ০৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী আসামী পার্বত্য প্রত্যন্ত পাহাড় হতে গ্রেফতার,র্যাব-৭
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম:
ভুক্তভোগী ভিকটিমের মা গত ০৫ মে ২০২২ তারিখ আনুমানিক ০৩:০০ ঘটিকায় তাদের বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে বিলের মধ্যে কাটা ধানের আঁটি আনতে যাওয়ার সময় তার ০৩ বছরের শিশুকন্যাকে তার ছেলের নিকট রেখে যায়।
তার ছেলে খেলাধূলায় ব্যস্ত হয়ে গেলে আনুমানিক ০২:৩০ টায় সময় মাহফুজুর রহমান ভিকটিমের বাড়ীর সংলগ্ন সামনে এসে শিশুকন্যাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি কান্নকাটি করলে আসামী তাকে খেলনা গাড়ি সহ তাদের বাড়ীতে রেখে চলে যায়।
ভিকটিমে মা বিকাল আনুমানিক ০৪;৩০ টায় বাড়ীতে আসলে তার মেয়ে কান্নাকাটি করতে থাকে এবং ব্যাথার কথা জানায়। জিজ্ঞাসাবাদে শিশুটি তার মাকে জানায় মাহফুজ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রংপুরের মাহিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন
উক্ত ধর্ষনের ঘটনা সংঘটিত হওয়ার পর ধর্ষক গ্রেফতার এড়াতে রংপুর হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরধারীর মাধ্যমে জানতে পারে যে, উক্ত আসামী রংপুর হতে পালিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানাধীন তবলছড়ি বাজার ডাকবাংলো এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই ২০২২ তারিখ ০৬;০০ টায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাহফুজুর রহমান(৩০), রংপুরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।