যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান ও ১জন আসামী কট র্যাব-৩
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন;
রাজধানীতে র্যাব-৩গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন যৌতুকের দাবীতে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে র্যাব-৩ এর একটি অভিযানিক দল ২২/০৮/২০২২ তারিখ ০৫:০০ টার সময় ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী ১। মোঃ আল আমিন (২৫),জেলা-নওগাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, মোছাঃ শিউলি আক্তার এর সাথে তার পরিবারের অজান্তে গোপনে ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং মহাদেবপুর কাচারীপাড়ায় একত্রে বসবাস শুরু করে। তার কিছুদিন পর থেকে স্বামী মোঃ আল আমিন ভিকটিম মোছাঃ শিউলি আক্তারকে তার বাবার বাড়ি থেকে ৫০,০০০/- টাকা যৌতুক আনার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় এবং শারীরিক নির্যাতন করে।
এক পর্যায়ে ভিকটিম মোছাঃ শিউলি আক্তার যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় গত ২১/০৭/২০২২ তারিখ গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের মাধ্যমে তার স্ত্রীকে হত্যা করে তালাবদ্ধ অবস্থায় ঘরে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে ঘরের তালা ভেঙ্গে ভিকটিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।