যশোরে বাগআঁচড়া ইউনিয়নের ইউপি সদস্যকে সন্ত্রাসীরা বোমা হামলার পর জবাই করে হত্যা
সিটিজি ট্রিবিউন যশোর প্রতিনিধি ;
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ইউপি সদস্যকে সন্ত্রাসীরা বোমা হামলার পর জবাই করে হত্যা করেছে।
পুটখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান হাদি বলেন,মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে একটি চায়ের দোকানে বসা অবস্থায় সন্ত্রাশীরা তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহত আশানুজ্জামান বাবলু (৪৫) উপজেলার মহিশাকুড়া গ্রামের রাহাজ্জাক আলির ছেলে।সে বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর মহিষাকুড়া ওয়ার্ড ইউপি সদস্য।
স্থানীয়দের সূত্রে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন,বাবলু বালুন্ডা বাজারে তিন রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন।এসময় আচমকা একদল সন্ত্রাসী এসে তার উপর বোমা হামলা করে এবং এলোপাতাড়ি বোমার বিস্ফোরন ঘটায়।এতে সে পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে জবাহ করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্ত্রাশীদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।