বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্ট ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং বার্মিজ ইয়াবাসহ মাদক কারবারী আটক(৩০ বিজিবি)
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার বিজিডিও-২৮১ সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্ট হতে আনুঃ ২ কিঃ মিঃ পশ্চিম দিকে পশ্চিম গোয়ালিয়া নামক স্থানে টহল ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল।
এ জে এম মাসুম শরিফ, জি+ অতিরিক্ত পরিচালক
ভারপ্রাপ্ত অধিনায়ক রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানান
আনুমানিক ১৫০০ ঘটিকার সময় বালুখালী হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় দুইজন যাত্রীর নিকটে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫,০০,০০,০০০/-(পাঁচ কোটি) টাকা মূল্যমানের ০১ কেজি ক্রিষ্টাল মেথ আইস এবং ১০,০০০/-টাকা মূল্যের ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৫,০০,১০,০০০/-টাকা, আসামী ০২ জন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে,
সে টাকার জন্য ক্রিষ্টাল মেথ আইস বালুখালী হতে কক্সাবাজার নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামীদ্বয়কে (বাংলাদেশী নাগরিক) আটককৃত মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ০৩;৩০ টায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট কর্তৃক একটি ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের মিটার বক্সের নিচে লুকায়িত ৬,০০,০০০/- টাকা মূল্যমানের ২,০০০ পিস বার্মিজ ইয়াবা, ১,০০,০০০/-টাকা মূল্যের ০১টি ইজিবাইক এবং ১,০০০/-টাকা মূল্যের ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৭,০১,০০০/- টাকা, ধৃত আসামী ০১ জন। আসামীকে (বাংলাদেশী নাগরিক) আটককৃত মালামালসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৫,০৭,১১,০০০/-(পাঁচ কোটি সাত লক্ষ এগরো হাজার) টাকা। আসামী ০৩ জন।