ভিন্ন আঙ্গিকে ভালোবাসা দিবস পালন করলো জুম বাংলাদেশ!
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম প্রতিনিধি ;
চট্টগ্রামে সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে এক ভিন্ন বিশ্ব ভালোবাসা দিবস পালন করলো জুম বাংলাদেশ। সোমবার (১৪ ফেব্রুয়ারী)
বিকাল চারটায় সিআরবি শীরিষ তলা এলাকায় আনন্দ র্যালীর আয়োজন করে চট্রগ্রাম শাখা। পরবর্তীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জুম বাংলাদেশ সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে আজ বসন্তের রঙে রঙিন হয়ে সবার হৃদয়ে দোলা দিয়ে গেল বিশ্ব ভালোবাসা দিবসও। তবে উচ্ছ্বাস-উৎসবের কমতি ছিল না তাদের মনেও।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম শাখার পরিচালক মোস্তফা জাহেদ হোসেন এর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, তানহা আহসান সাথি,
এডভোকেট তানিয়া, জুসনা হক, উম্মে সালমা, সুমন কান্তি দে, মোঃ হেলাল, জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল মুন্না, আয়াজ সানি( নির্বাহী সম্পাদক সিটিজি ট্রিবিউন), মুন্না, এরশাদ হোসেন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুশফিক, তাসমিমুল হক, তোয়াফ মাহমুদ, শান্তু মার্মা, সাকিব, ফারজানা রহমান নাহিদ সহ আরো অনেকেই।