নেত্রকোণা জেলার দূর্গাপুর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে বিপুল পরিমান তামাক , ভেজাল ক্যামিক্যাল , পলিথিন ও প্যাকেটিং মেশিনসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪,
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
গত ১১/০১/২০২২ তারিখ ০৭;০৫ ঘটিকার সময় বিজেও -৬৬৪২০ সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে র্যাবের একটি টহল দল নেত্রকোণা জেলার দূর্গাপুর থানাধীন মাইজপাড়া গ্রামস্থ জনৈক আঃ রশিদ ( ৫০ ) এর টিনের ঘরের ভিতর তল্লাশি করে ঘটনাস্থল হতে
( ১ ) মোস্তাক কস্তুরি জদ্দা -৬২৬ পিছ ( ২ ) মা পাতি জৰ্দ্দা -১২৯৬ পিছ ,( ৩ ) মোস্তাক হাতি রতন পাতি জৰ্দ্দা ৩৯০০ পিছ , ( ৪ ) মোস্তাক তাম্বুল কিশোরী -১৫৫ পিছ , ( ৫ ) লেবেল ছাড়া রতন পাতি জৰ্দ্দা -১৫৭০ পিছ , ( ৬ ) প্লাস্টিকের খালি কৌটা -১৬৫ কেজি ,
( ৭ ) প্লাস্টিকের খালি কৌটার কর্ক -৪১ কেজি , ( ৮ ) জদ্দার কাঁচামাল তামাক -৩১৭ কেজি , ( ৯ ) প্যারাপিন তরল কেমিক্যাল ২২ কেজি , ( ১০ ) গ্লিসারিন তরল -২৫ কেজি , ( ১১ ) কাগজের তৈরি জর্দ্দার লেবেল ৯০,০০০ পিছ ,
( ১২ ) কাগজের তৈরি গুলের লেবেল ৪৫,০০০ পিছ , ( ১৩ ) মা পাতি জৰ্দ্দার প্লাস্টিক লেবেল ১৮,০০০ পিছ , ( ১৪ ) সেকারিন সোডিয়াম cuckoo 08 প্যাক ,
০১ কেজি , ( ১৫ ) রতন জর্দ্দা সেন্ট কেমিক্যাল ০৭ কেজি , ( ১৬ ) সাদা রংয়ের পলিথিন ০৩ কেজি,( ১৭ ) জদ্দার প্যাকেটিং মেশিন -০১ টি , যাহা নামবিহীন ও ২২০ ভোল্ট ,
( ১৮ ) পিপারমেন্ট কেমিক্যাল ০৩ কেজি , ( ১৯ ) গুল তৈরির কাচামাল পাউডার বস্তাসহ -৯৫ কেজি ,( ২০ ) রতন পাতি জৰ্দ্দার প্লাস্টিক লেবেল -৮,০০০ পিছ ( ২১ ) জর্দ্দা তৈরির কাচামাল তামাক আলাদা আলাদা বস্তা করে বস্তাসহ মোট ওজন ৪০০ কেজি , উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল জৰ্দ্দা ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়।
কেমিক্যাল মিশ্রিত ভেজাল জৰ্দ্দা মতো সামাজিক কেমিক্যাল মিশ্রিত ভেজাল দ্রব্যের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে ।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে দূর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।