বিপুল পরিমাণ অবৈধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী ০১ জন গ্রেফতার,র্যাব-১০
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ঢাকা:
রাজধানীতে গতকাল ১০ আগস্ট র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ইসলামপুর রোড হাজী রানী মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে
আনুমানিক ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকার ২,৪০,৫৬০ (দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশত ষাট) পিস অবৈধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুল হক (৩৩) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য।
সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।