Breaking News
Home / জাতীয় / বিপুল উৎসাহ উদ্দীপনায় উদ্যাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিপুল উৎসাহ উদ্দীপনায় উদ্যাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিপুল উৎসাহ উদ্দীপনায় উদ্যাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

 

আয়াজ সানি সিটিজি ট্রিবিউন

 

আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।

পাশাপাশি উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ হতে বিশেষ অতিথি কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে এবং

মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে নিম্নে বর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেন

 

বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম)

 

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম

১/ ১০৫৬ ক্যাপ্টেন শেখ মোঃ জসিমুজ্জামান, (ট্যাজ), বিএসপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন

২/ ১০৩৭ কমান্ডার এম ইমাম হাসান আজাদ, (সি), পিএসসি, বিএন

৩/ ১৯২৩ লেঃ কমান্ডার এম আলীমুল ইসলাম, (ট্যাজ), বিএন

৪/ ২১৪২ লেঃ কমান্ডার শেখ মাহমুদ হাসান, (জি), বিএন

৫/ ২৬৫৩ লেঃ কমান্ডার আমিরুল হক, (জি), বিএনভিআর

৬/ ২৭৮৫ লেঃ কমান্ডার ওয়াসিম আকিল জাকী, (এক্স), বিএন

৭/ ৯১০৩০৭ মোহাম্মদ সাহ জামাল, এমসিপিও(এক্স)(টিডি-১)

৮/ ৯৯০১৬১ এম মামুনুর রশিদ, সিপিও (এফসি-১)

৯/ ২০১০০৬০০ মোঃ আলী হোসেন, এলএস(এফসি-১)

১০/ ২০১৫০০৮১ শাওন আহম্মেদ, আরও(জি)-১

 

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম)

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম

১/ ১২১৮ ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ, (এন), পিএসসি, বিএন

২/ ২২৭৪ লেঃ কমান্ডার মোঃ সাইয়েদুল মোরসালিন, (এক্স), বিএন

৩/ ২৮৯১ লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি, (এক্স), বিএন

৪/ ২৪৬৮ লেঃ এম আতাহার আলী, (এসডি)(কম), বিএন

৫/ ৮৯০৪৫৯ এম খলিলুর রহমান মিঞা, এমসিপিও(এক্স)(কিউএ-১)

৬/ ৯৬০২৩৮ মোঃ আবদুল্লাহ আল মামুন সরকার, পিও(মেড) (আইসিএ)

৭/ ২০১১০৫২২ এম মনিরুজ্জামান, এলএসএ

৮/  ২০২১০২০৪ মোঃ তারেকুল ইসলাম, এলএস(এফসি-২)

৯/  ২০১২০৯৫৫ কাঞ্চন দেবনাথ, এলপিএম

১০/  ২০১৫০০৭০ মোঃ রাশেদুজ্জামান, এবি (এফসি-৩)

 

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস)

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম

১/  ১০৩৩ ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, (জি), পিসিজিএম, এনসিসি, পিএসসি, বিএন

২/  ১১৪৪ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), পিএসসি, বিএন

৩/  ৯৭৬ কমান্ডার এম জহিরুল ইসলাম, (সি), এনপিপি, বিসিজিএম, বিএন

৪/ ১১৪১ কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান, (এস), পিএসসি, বিএন

৫/ ২২৭৫ লেঃ কমান্ডার মোঃ নাদিম চৌধুরী সজিব, (ই), বিএন

৬/ ৮৯০৪০০এম আব্দুল মালেক, এমসিপিও(এক্স)(এফসি-১)

৭/ ২০০৪০৪০৬ মোঃ রুহুল কুদ্দুস, সিপিও(কিউএ-১)

৮/ ২০০৮০২৩০ মোঃ বোরহান উদ্দিন আহমেদ, পিও(কিউআরপি-১)

৯/ ২০০৫০২৩০ মোহাম্মদ রফিকুল ইসলাম, এলএস(কিউআরপি-১)

১০/ ২০০৯০৮৪৪ মোঃ সাদ্দাম হোসেন, এলরাইটার

 

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস)

ক্রমিক পি নং/সঃ সংখ্যা পদবী ও নাম

১/ ৮৪৪ কমান্ডার শহিদুল ইসলাম, (ট্যাজ), বিএসপি, বিএন

২/  ৯৩৭ কমান্ডার এম আবু সাঈদ, (সি), বিএন

৩/ ১৪৯৮ কমান্ডার মোঃ নূর হাসান, (ই), পিএসসি, বিএন

৪/ বিএসএস- ১০১০৮৬ সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এমপিএইচ, এএমসি

৫/ ২০০৫০০৪৭ এম জামাল হোসেন, ইএ-৪

৬/ ২০০৫০৬৪০ এ টি এম তৌহিদুজ্জামান , পিও (জিআই)

৭/ ২০০৮০৮২২ এম সোহেল রানা, এলকুক

৮/ ২০১৫১২৮৯ মাসুদ জমাদার, এমই-১

৯/ ৯৫০০১১ আসাদুজ্জামান ভুইয়া, উচ্চমান সহকারী

১০/ ৯৫০২৫ মোঃ এনামুল হক, এমটিডি

 

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপক‚লীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে।

দেশের সমুদ্রসীমা ও উপক‚লীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ^স্ত প্রতীকে পরিণত হয়েছে।

এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লক্ষ টাকার চোরাচালানকৃত পণ্য আটক, ২ হাজার ২৯৭ কোটি ২৭ লক্ষ টাকার মৎস্য ও অবৈধ জাল, ১৩৭ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ মাদক এবং ১৬ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে।

এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছে কোস্ট গার্ড। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর তত্তাবধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সময়ের পরিক্রমা ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর প্রেরণায় অনুপ্রানিত হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে জাতির প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

About Ayaz Ahmed

Check Also

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটিজিট্রিবিউন: ঢাকা: বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *