বিডিআর বিদ্রোহে শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২২:
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০টায় রাওয়া’র এ্যাংকর হলে তৎকালীন বিডিআর বিদ্রোহে শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
এছাড়াও রাওয়া’র উদ্যোগে বনানী সামরিক কবরস্থানে একইদিন সকাল ১১:৩০টায় শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনী প্রধান ও রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, বিপি, এনডিসি, পিএসসি (অব.), রাওয়া সেক্রেটারি জেনারেল লে: কর্নেল কামরুল ইসলাম, পিএসসি (অব.), রাওয়া ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ, পিএসসি, পিএইডি (ফেলো) (অব:), রাওয়া ভাইস চেয়ারম্যান কমোডর মো: খুরশীদ মালিক (ই),
এনইউপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.), রাওয়া ভাইস চেয়ারম্যান এয়ার কমোডর আনিসুর রহমান, ওএসপি, এডব্লিউসি, পিএসসি (অব.)-সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ, রাওয়ার সাধারণ সদস্যবৃন্দ এবং বিডিআর বিদ্রোহে শহিদ ৫৭ সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ।