বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন তারিখঃ ২০ জুন ২০২২
২০ জুন ২০২২ তারিখ সকালে বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষকে ত্রাণ সহায়তা কার্যক্রমের আওতায় জামালপুর সদর উপজেলার বন্যাকবলিত পাথালিয়ার চর এলাকায় পানিবন্দি অসহায় দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় বন্যাদুর্গত ২৫টি দুস্থ ও অসহায় বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি এবং নগদ ১,০০০/- (এক হাজার) টাকা করে বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি সদস্যদের পরিবারবর্গের সংগঠন সীপকস।