বান্দরবান কারাগারে দেশি ও ৭ বিদেশী কারাবন্দীদের মাঝে উপহার প্রদান
সিটিজি ট্রিবিউন মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান প্রতিনিধি;
বান্দরবান জেলা কারাগারে ৭ জন বিদেশী কয়েদি সহ সকল কারাবন্দীদের মাঝে জেলা প্রশাসক কর্তৃক বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান জেলা কারাগারের ডিপুটি জেলার স্বপন কান্তি ঘোষ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ) সকালে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবান জেলা কারাগার পরিদর্শনকালে এইসব সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সকল কারাবন্দীদের বিনোদনের জন্য দুইটি ৪৩” এল ই ডি টিভি হস্তান্তর করেন। জেলা কারাগারের বেসরকারি পরিদর্শক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ফরিষদ সদস্য কাজল কান্তি দাশ এবং কারা পরিদর্শক লালছানি লুসাই এ টেলিভিশন দুইটি প্রদান করেন।
টেলিভিশন বিতরণ শেষে জেলা প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট কর্তৃক প্রদানকৃত উপহার সামগ্রী বিদেশি ৭ জন কারাবন্দীদের মাঝে বিতরণ করেন। উপহার সামগ্রী হিসেবে একটি শীতবস্ত্র, একটি শার্ট, একটি কম্বল, এক জোড়া স্যান্ডেল এবং একটি ব্যাগ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেল সুপার রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা আওয়ামীলীগ সিনি.সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি ও বান্দরবান রেডক্রিসেন্ট সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মোঃ মোশারফ হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয় উপ-পরিচালক জনাব মিল্টন মহুরী, উইম্যান চেম্বার অফ কমার্স সভাপতি লাল ছানি লুসাই ও জেলার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।
বেসরকারি কারা পরিদর্শক কাজল কান্তি দাশ জানান,অপরাধী হয়ে পৃথিবীতে কেউ জন্মায় না।পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে অধিকাংশ অপরাধীর স্থান হয় কারাগারে।তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই প্রত্যাশায় গত ১৮ বছর যাবত বেসরকারি কারা পরিদর্শক হিসেবে আমি সহযোগিতা করে আসছি।
জেলা প্রশাসনের সাথে সমন্বয়কল্পে এ পর্যন্ত নিজ অর্থায়নে ১৭টি টিভি,বিভিন্ন সময় ভালো খাবার,কাপড়,ঈদ উপহার ও আইনি সহায়তার জন্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছি,এটি সরকারকে সহযোগিতামূলক আমার নৈতিক দায়িত্ববোধ মনে করি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, উপহারের এই টিবি দেখার মাধ্যমে কারাবন্দীরা যেনো বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশনে প্রচারিত বিভিন্ন উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান দেখে সঠিকভাবে জীবনযাপন করতে পারে। এ উদ্দেশ্যেই মূলত টেলিভিশন দুইটি বিতরণ করা হয়েছে।
বিভিন্ন অপরাধ সম্পর্কে জ্ঞানলাভ এবং অপরাধের পরিনতি সম্পর্কে তারা যেনো অবগত থাকে এ উদ্দেশ্যে তাদের গঠনমূলক অনুষ্ঠানগুলো থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান তিনি।