বান্দরবানে বন্যপ্রাণী তক্ষকসহ আটক ১
সিটিজি ট্রিবিউন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ আজিজ উল্লাহ,
বান্দরবান সদর উপজেলায় বন্যপ্রাণী তক্ষক পাচারকারী চক্রের সদস্য নিপুন ম্রো (২৮) কে আটক করেছে বান্দরবান বনবিভাগ ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা সাচিংউ মার্মার বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি তক্ষক সহ ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, তক্ষক নিয়ে বাংলাদেশ তথা পার্বত্য অঞ্চলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন থেকে কাজ করছে। ক্যান্সারের ওষুধ তৈরিতে এ প্রাণীটি ব্যবহৃত হয় এবং প্রতিবেশী দেশে এটির ব্যাপক চাহিদা রয়েছে এমন গুজব ছড়িয়ে ‘তক্ষক’ ক্রয়-বিক্রয়ের ফাঁদে পা দিচ্ছে কিছু মানুষ। ১০-১২ ইঞ্চির একটি তক্ষকের দাম হাকানো হয় ৫০ লাখ টাকা পর্যন্ত।
বনবিভাগ জানিয়েছে, গ্রেফতার হওয়া নিপুন ম্রোও এই প্রতারক চক্রের সদস্য। তিনি সুকৌশলে উচ্চমূল্যে তক্ষক দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছেন।আজ একটি গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এর নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত নিপুন ম্রো বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পারিং পাড়ার মৃত: চিংয়ং ম্রো এর সন্তান।
এ বিষয়ে বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আমরা যৌথ অভিযান পরিচালনা করে থাকি। যে কোন ধরনের বন অপরাধ দমনে এবং বন্যপ্রাণী পাচার রোধে বনবিভাগ সর্বদা সচেষ্ট আছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।