Breaking News
Home / সারাদেশ / বান্দরবানে অগ্নিকান্ডে ২ পাহাড়ি যুবক নিহত,আহত ১

বান্দরবানে অগ্নিকান্ডে ২ পাহাড়ি যুবক নিহত,আহত ১

বান্দরবানে অগ্নিকান্ডে ২ পাহাড়ি যুবক নিহত,আহত ১

 

সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ আজিজ উল্লাহ,

 

বান্দরবা‌নের আলীকদ‌মে বসতবা‌ড়ি‌তে আগুন লে‌গে ২জন ম্রো যুব‌কের অপমৃত্যু হয়ে‌ছে। এসময় এক ম্রো যুবক গুরুত্বর আহত হ‌য়ে‌ছে।

নিহতরা হ‌লেন, লাংড়ি ম্রো পাড়ার ধনরই ম্রো কারবারীর ছে‌লে রেংনং ম্রো (৩৬) ও মার ম্রো এর ছে‌লে রিংরাও ম্রো (৩২)।

আহত একজন হ‌চ্ছে: লাং‌ড়ি পাড়ার ওয়াইমাই ম্রো এর ছে‌লে মেনরাই ম্রো (৪২)।

বুধবার (২ফ্রেব্রুয়ারী) রাত ২টার সময় আলীকদ‌মের লাংড়ি মুরুং পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, আলীকদ‌ম সদর ইউ‌নিয়‌নের ৭নং ওয়ার্ডের লাং‌ড়ি মুরুং পাড়ায় তিনজন যুবক মদ পান ক‌রে অচেতন অবস্থায় মেনরম ম্রো এর বসতঘরে ঘুমিয়ে প‌ড়ে। এসময় ঘ‌রে থাকা কু‌পি বা‌তি থে‌কে আগুন লে‌গে ঘর‌টি পু‌ড়ে গে‌লে দুই যুবক পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। অপর জন‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে স্থানীয়রা আলীকদম স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখা‌নের চি‌কিৎসক তা‌কে চট্টগ্রাম মে‌ডিকেল রেফার ক‌রে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মোঃ না‌সির উ‌দ্দিন সরকার ব‌লেন, ঘটনার পর ঘটনাস্থ‌লে গি‌য়ে‌ছি।নিহতরা অতিরিক্ত মদ পান করাতে আগুন লাগা সত্বেও ঘুম থেকে উঠতে পারেনি। কিন্তু লাশ দু‌টো বে‌শি পু‌ড়ে যাওয়ায় আনা সম্ভব হয়‌নি। এ বিষ‌য়ে এক‌টি  মামলা হ‌বে ব‌লেও জানান তিনি।

 

About Ayaz Ahmed

Check Also

জেলহত্যা দিবসে দুস্থদের মাঝে ‘স্বপ্ন উচ্ছ্বাস সংঘ’র খাবার বিতরণ

জেলহত্যা দিবসে দুস্থদের মাঝে ‘স্বপ্ন উচ্ছ্বাস সংঘ’র খাবার বিতরণ প্রেস বিজ্ঞপ্তি:জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *