বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি”বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ঢাকা;০১ জানুয়ারি ২০২২;
প্রতিরক্ষা মন্ত্রণালয় , বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( বিএমডি ) এবং Regional Integrated Multi – Hazard Early Warning System ( RIMES ) এর কর্মকর্তাদের অংশগ্রহণে আজ শনিবার ( ০১-০১-২০২২ ) ঢাকার হোটেল ওয়েস্টিন এ “ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি ” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড . মোঃ আবু হেনা মোস্তফা কামাল , এনডিসি , বিশেষ অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যথাক্রমে – জনাব মোঃ আবু বকর ছিদ্দিক ও জনাব মোঃ খায়রুল আলম উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ আজিজুর রহমান । সিনিয়র সচিব মহোদয় তাঁর বক্তব্যে আবহাওয়ার পূর্বাভাস আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করার জন্য প্রযুক্তির উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবহার এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
উক্ত কর্মশালায় বিএমডি’র আবহাওয়াবিদ ড . শামীম হাসান ভুইয়া বিএমডি’র সার্বিক দক্ষতা ও উন্নয়ন কর্মকান্ড এবং আবহাওয়াবিদ ড . মোঃ আবদুল মান্নান বিএমডি’র আবহাওয়া পূর্বাভাস ও সতর্ক বার্তা প্রদান পদ্ধতির কারিগরি প্রযুক্তি ও আধুনিক সুবিধাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ।
এছাড়া , RIMES এর কান্ট্রি প্রোগ্রাম লীডার জনাব রায়হানুল হক খান বিএমডি’র সাথে RIMES এর কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন । উক্ত কর্মশালায় বিএমডি’র বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ থেকে উত্তরণসহ বিএমডিকে আরও যুগোপযোগী ও আধুনিক করার জন্য বিভিন্ন প্রস্তাব ও সুপারিশমালা তুলে ধরা হয় ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রমসমুহ আরও গতিশীল হবে মর্মে সিনিয়র সচিব আশাবাদ ব্যক্ত করেন।