বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান করেছেন অধিনায়ক,মারিশ্যা জোন (২৭ বিজিবি)
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন;
গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার যারা বিভিন্ন স্কুল/মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন তাদের মাঝে
২০ জুন ২০২২ তারিখে মারিশ্যা ব্জোনের (২৭ বিজিবি) পক্ষ থেকে অধিনায়ক/জোন কমান্ডার কর্তৃক ত্রান সামগ্রী (খাদ্য সামগ্রী-চাল, ডাল, আলু ও পেঁয়াজ) বিতরণ করা হয়।
বিভিন্ন বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ১১০ টি দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও প্রতিটি আশ্রয় কেন্দ্রে অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে মেডিক্যাল টিম কর্তৃক চিকিৎসা সহায়তা ও ঔষধ সামগ্রী বিতরন করে।
এসময় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান, মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড/ইউনিয়নের কমিশনার/চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।