বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে” উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সিটিজিট্রিবিউনঃ
মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বইপাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আর এই সুন্দর কে প্রতিনিয়ত ধারণ করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র স্বপ্নদ্রষ্টা কবি ও লেখক কবি গোলাম মাওলা জসিম। যেখানেই দেখেন, বই রাখার সুযোগ রয়েছে সেখানেই তিনি পাঠকদের জন্য বই উপহার দিয়ে থাকেন।প্রতিষ্ঠা করেছেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে কার্যক্রম।এরই ধারাবাহিকতায় গতকাল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নোয়াখালীর মকবুল চৌধুরীর হাটের ছোটন মজুমদারের সেলুনে সুসজ্জিত বই সম্বলিত বুক সেলফ বিতরণ করা হয়। সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা কবি ও লেখক গোলাম মাওলা জসিমের তত্বাবধানে এর উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি সজীব হাসান।
বুক সেলফ হস্তান্তরকালে উদ্বোধক সজীব হাসান বলেন,
কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আশা করি এই কার্যক্রম সম্পৃক্ত থেকে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সবাই। এটি শুধুমাত্র একটি সেলুনে স্থান পায়নি,চট্টগ্রাম সহ সারাদেশের প্রায় শতাধিক সেলুনে শোভা পাচ্ছে জেনে খুবই ভালো লাগছে,যেখানে স্থান পেয়েছে জনপ্রিয় লেখকদের বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।
মূলত সেলুনে সেবাগ্রহীদের অবসর সময়কে কাজে লাগিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনের স্বপ্নদ্রষ্টা গোলাম মাওলা জসিম।
কার্যক্রম এ সময় উপস্থিত ছিলেন সজীব হাসান,ব্যবসায়ী মো:আজগর হোসেন,শিক্ষাবিদ মো:আবুল হাসেম,প্রবাসী সোহেল মাহমুদ,মো:রেজাউল করিম,মো:সাইদ, স্থানীয় মেম্বার মো:রবিন হোসেন প্রমুখ।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।