ফেনী থেকে ৯,৪৬৪ পিস ইয়াবা ও ২৯৭ বোতল ফেনসিডিলসহ ০৩ জন আটক,র্যাব-৭,
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে র্যাব-৭,পৃথক ২টি অভিযানে আনুমানিক ২৯ লক্ষ টাকা মূল্যের ৯,৪৬৪ পিস ইয়াবা এবং ৩ লক্ষ টাকা মূল্যের ২৯৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাব-৭,জানায়
র্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ০৪;৩০ টায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২) এবং ২। মোঃ এনামুল খন্দকার (৩৫), কে আটক করে।
র্যাব-৭,পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের ব্যবহৃত ব্যাগ হতে সর্বমোট ৯,৪৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রাম এর উদ্দেশ্যে গমন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ ১১;১০ টায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করলে এ সময় একজন ব্যক্তি প্রাইভেটকার হতে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্ঠাকালে র্যাব-সদস্যরা আসামী মোঃ বাপ্পি (৩২), কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে গাড়ীর ভিতরে পিছনের সীটে একটি চটের বস্তার ভিতর হতে ২৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার, আসামীকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, সে ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীগণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।